শান্তি ফিরছে ভারত-পাকিস্তানে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ মার্চ, ২০১৯ ৪:৩৭ অপরাহ্ণ

পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনার ও ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ায় দুই দেশের মধ্যে চলমান সংকট অনেকটা নিরসন হচ্ছে।

শনিবার পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনার অজয় বিশারিয়া ইসলামাবাদে ও ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সোহেল মাহমুদ দিল্লিতে ফেরত এসেছেন। খবর ডনের।

বালাকোট অভিযানের ১২ দিন পর দুইদেশের রাষ্ট্রদূতরাও আবার ফিরে গেছেন নিজেদের কর্মস্থলে।

অজয় বিশারিয়া বলেন, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের উত্তেজনা বাড়ানো হয়নি। আমরা পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর কোনো অভিযানও চালাইনি। আমাদের অভিযান ছিল জইশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে সন্ত্রাস দমন অভিযান।

এদিকে সোহেল মাহমুদের ভারতে ফেরত যাওয়ার বিষয়ে ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার মাধ্যমেই ভারত-পাকিস্তানের মধ্যে ভালো সম্পর্ক নিশ্চিত হবে।

প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পরে ২৬ ফেব্রুয়ারি পাক জঙ্গিঘাঁটি ধ্বংস করতে বালাকোট এলাকায় বোমা ফেলে ভারতীয় বিমানবাহিনী। এর পরই ভারত-পাকিস্তান তাদের নিজ নিজ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন