মেঘনায় মাছ শিকারে গিয়ে বজ্রাঘাতে জেলের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ জুন, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে রাসেল হোসেন (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মজুচৌধুরীরহাট ঘাট এলাকার জেলে সুরুত আলির ছেলে। তারা ঘাট এলাকার ভাসমান জেলে (মানতা সম্প্রদায়)।

স্থানীয় সূত্র জানায়, দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে বাবা-মায়ের সঙ্গে রাসেল নদীতে মাছ শিকারে যায়। এসময় অন্যরা নৌকার ছাউনির ভেতরে থাকলেও রাসেল বাইরে ছিল। নদীর মেঘার চর এলাকায় বজ্রাঘাতে রাসেল ঘটনাস্থলেই মারা যায়।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, বজ্রাঘাতে ভাসমান জেলে রাসেল মারা গেছে। মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন