ভবানীগঞ্জে খেলাধুলা আর নাচে-গানে মেতে উঠলো শিক্ষার্থীরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে পুরো দিন খেলাধুলা আর নাচেগানে মেতে উঠেছে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে গিয়ে দেখা গেছে, খেলাধুলার মধ্যে শিক্ষার্থীদের মাঝে দৌঁড়, উচ্চ লাফ ও দীর্ঘ লাফ প্রতিযোগীতাসহ নানান ইভেন্ট ব্যাপক সাড়া জাগিয়েছে। যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে বেগম রোকেয়া, ডাক্তারসহ বিভিন্ন সাজে সেজে নিজেদের সেরাটা উপস্থাপনা করেছে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি শিক্ষার্থীরা। সবচেয়ে আকর্ষনীয় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আশপাশের মানুষজনও শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। নাচ-গান আর খেলাধুলা পুরো দিন মাতোয়ার ছিল শিক্ষার্থীরা। বেলা শেষে বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কার হাতে আপন নীড়ে ফিরেছেন। যারা বিজয়ী হতে পারেনি তাদের মুখেও ছিল আনন্দের হাসি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন রাজুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা হারুনুর রশিদ পিন্টু ও পৃষ্ঠপোষকতায় ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজাম মনির, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুল হালিম মাষ্টার, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন ও আওয়ামী লীগ নেতা শিহাবুর রহমান শিহাব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক পিংকু বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের প্রাণবন্ত রাখে। বছরে একবার এমন আয়োজন শিক্ষার্থীদের জীবনে স্মরণীয় হয়ে থাকে। পড়ালেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকেই খেলাধুলায় মনোযোগী হতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন