বাবা-মার পর চলে গেল দেড় বছরের ফাতেমাও

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২ ১:১০ অপরাহ্ণ

রাজধানীর যাত্রীবাড়ী এলাকায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে মা-বাবার মৃত্যুর পর একমাত্র মেয়ে ফাতেমাও চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছে। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: আইয়ুব হোসেন বলেন, নিহতদের মেয়ে ফাতেমা আক্তার (২) ৩৫ শতাংশ দগ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়।

এর আগে আহত দম্পতি সোমবার (২৫শে এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন আব্দুল করিম (৩০) ও খাদিজা আক্তার (২৫)। শরীরের ৯৫ শতাংশ দগ্ধ খাদিজা সোমবার ভোর ৪টার দিকে এবং ৫৪ শতাংশ দগ্ধ করিম ভোর ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২০শে এপ্রিল যাত্রাবাড়ী এলাকার কোনাপাড়ায় সেহেরি করার সময় করিম ও খাদিজার বাড়ির রান্নাঘরে এ বিস্ফোরণ ঘটে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন