ফেনীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২০ ২:৫১ অপরাহ্ণ

ফেনীর ভারতীয় সীমন্তের পরশুরামের পৌরসভার গুথুমা খারিজকোনা (নো ম্যানস ল্যান্ড) এলাকায় বাংলাদেশি দুই যুবকের মরদেহ পাওয়া গেছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে নিহতদের লাশ বিএসএফর হেফাজতে ছিল। পরে লাশ দুটি বিজিবিকে হস্তান্তর করেন তারা।

নিহত মো করিম (২৮) ও মো. স্বপন (২৪) দুজনই স্থানীয় পৌর গুথুমা এলাকার কালাধন সরকারের ছেলে । তাদের একজন রাজমিস্ত্রি, অন্যজন কৃষক।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বজ্রপাতে ওই দুই ভাইয়ের মৃত্যু হতে পারে। ভোর থেকে ফেনীতে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত হয়েছিল। অন্য কোনো কারণ আছে কি-না সেটিরও তদন্ত চলছে।

পরশুরাম পৌরসভার ৮নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন জানান, প্রতিদিনের মতো তারা ভোরে মাছ শিকার করতে বেরিয়েছিল। লাশের পাশে একটা ভাঙ্গা ছাতা পড়ে ছিল। তবে তারা কীভাবে মারা গেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

ফেনীর ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশান চাকমা বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বজ্রপাতে মারা গেছেন।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের শরীরে বজ্রপাতে পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। লাশ দুটি পরশুরাম থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন