পর্যটন নগরী কক্সবাজার লকডাউন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২০ ৯:২৯ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পর্যটন নগরী কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো মানুষ জেলার বাইরে যেতে পারবেন না, আবার বাইরের জেলার কোনো মানুষও কক্সবাজারে প্রবেশ করতে পারবেন না।

বুধবার ( ৮ এপ্রিল) বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কামাল হোসেন বলেন, ‘আমরা কক্সবাজারবাসীকে করোনাভাইরাসের কবল থেকে মুক্ত রাখতে চাই। আমরা চাই এ জেলার একজন মানুষও যেন এ ভাইরাসে আক্রান্ত না হোন। তাই বাইরে থেকে কোনো মানুষ যেন জেলার ভেতরে আসতে না পারেন আর কক্সবাজার থেকে কোনো ব্যক্তি যেন বাইরে যেতে না পারে সে জন্য জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বার বার মানুষকে ঘরে অবস্থানের জন্য বলছি। কারও ঘরে খাদ্য সংকট দেখা দিলে আমরা খবর পেলেই সেখানে খাদ্য পৌঁছানোর উদ্যোগ নিচ্ছি। এরপরও আমাদের আহ্বান- আপনারা ঘরে থাকুন। নিজেকে, নিজের পরিবারকে এবং দেশকে করোনাভাইরাসের কবল থেকে বাঁচান।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন