পঁচে যাচ্ছে সয়াবিন: ঋণের টাকা পরিশোধে দুশ্চিন্তায় কৃষক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ মে, ২০১৮ ১২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সয়াবিন উৎপাদনে বিখ্যাত। দেশের প্রায় ৮০ ভাগ সয়াবিন উৎপাদন হয় এ জেলায়। গত কয়েক বছর যাবত এ জেলায় সয়াবিন ভালো উৎপাদন হওয়ায় লক্ষ্মীপুরের অপর নাম হয় সয়াল্যান্ড। এ সয়াবিন চাষের সঙ্গে জড়িত প্রায় ৭০ হাজার কৃষক।

তবে এবার সয়াবিন ঘরে উঠার আগেই দুশ্চিন্তায় রয়েছেন চাষীরা। এ অঞ্চলে গত কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে। এতে উৎপাদিত ৫৬০ হেক্টর জমির সয়াবিন পচে গেছে। জেলার কমলনগর, রামগতি ও রামগঞ্জের উৎপাদিত পাকা সয়াবিন ক্ষেতে পানি জমে রয়েছে। ক্ষেতে পানি জমে থাকায় কাটা যাচ্ছে না। পচে যাওয়ার ভয়ে অনেকে আবার শুকè জমির কাঁচা সয়াবিন কেটে নিচ্ছেন। অনেক চাষীদের নিজের জমি না থাকায় ঋণ নিয়ে বর্গা চাষ করতে হয়েছে। এবছর সয়াবিনে লাভবান না হওয়ার আশংকা রয়েছে। এতে ঋণের টাকা পরিশোধে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

সোমবার (৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে কমলনগরের চর লরেঞ্চর গ্রামের উৎপাদিত সয়াবিন ক্ষেতে পানি জমে থাকতে দেখা যায়। এসময় সয়াবিন কাটতে দেখা গেছে বেশ কয়েক হেক্টর জমিতে। তাদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন যাবত বৃষ্টির পানি জমে পচে গেছে সয়াবিন গাছ। এ সয়াবিন আরো ৭-৮ দিন পরে পরিপক্ক হত। এখন পানি জমে থাকায় পচে গেছে। হলুদ হয়ে গেলে কাঁচা গাছগুলোও। যার কারনে সয়াবিন গাছ কেটে ঘরে উঠাতে হচ্ছে।

চর লরেঞ্চ গ্রামের আব্দুর রহিম বলেন, আমি বর্গা জমিতে সয়াবিন চাষ করেছি। ঋণ নিয়ে চাষ ও বীজের খরচ চালিয়েছি। ভালো ফলন হবে বলে আশা ছিল। তবে এ কয়েকদিনের বৃষ্টিতে আমার সব সয়াবিন নষ্ট হয়ে গেছে। এখন ঋণের টাকা কিভাবে পরিষদ করবো তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলেও জানান সয়াবিন চাষী রহিম।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ৫ হাজার ৯৫০ হেক্টর, রায়পুর ৫ হাজার ৫৪০, রামগঞ্জ ৮০, রামগতি ১৬ হাজার ৫শ ও কমলনগর ১৩ হাজার ২শ হেক্টর জমিতে সয়াবিন আবাদ হয়েছে। মোট ৪১ হাজার ২শ ৭০ হেক্টর জমিতে সয়াবিন চাষ করা হয়েছে।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বেল্লাল হোসেন খান জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে ৫৬০ হেক্টর উৎপাদিত সয়াবিনের ক্ষতি হয়েছে। উৎপাদনের হিসাবে এবার সয়াবিন চাষীরা লাভবান হওয়ার কথা। তবে বৃষ্টির পানি জমে থাকায় কিছু জমির সয়াবিন পচে গেছে। এতে অনেক কৃষকের আর্থিক ক্ষতি হচ্ছে। পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় এমনটা হয়েছে বলে ধারণা করেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন