জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু আনন্দমেলা শুরু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ

জাতীয় প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শুরু হয়েছে। শুক্রবার শিশুদের ক্রীড়া অনুষ্ঠানের মধ্যদিয়ে শিশু আনন্দমেলা শেষ হবে।বৃহস্পতিবার বিকেল ৩টায় ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে শিশু আনন্দমেলা উপ-কমিটির আহ্বায়ক হাসান আরেফিন, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি, সদস্য কুদ্দুস আফ্রাদ, মাঈনুল আলম, শামসুদ্দিন আহমেদ চারু, কল্যাণ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

শিশু আনন্দমেলা উপলক্ষে আজ শিশুদের চিত্রাংকন, আবৃত্তি, সঙ্গীত এবং সদস্যদের স্ত্রী ও মেয়েদের লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড়, শ্যুটিং, যেমন খুশি সাজো এবং মহিলাদের পিলো পাসিং ও দড়ি টানাটানি।

বিকেলে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যাদু প্রদর্শনী ও র‌্যাফেল ড্র।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন