জমজমাট প্রচারণায় ফরিদগঞ্জে আ.লীগ-বিএনপির প্রার্থী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ

শেষ মুহূর্তে জমে উঠেছে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রচার। এ পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই আছেন একক প্রার্থী।

মেয়র পদে আওয়ামী লীগ থেকে ২০ জন মনোনয়ন চাইলেও দলের ত্যাগী ও প্রবীণ নেতা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটোয়ারীকে মনোনয়ন দেওয়ায় দলের সব পর্যায়ের নেতাকর্মী একাট্টা হয়ে মাঠে নেমেছেন। নৌকার জয় নিশ্চিত করে ঘরে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। সে লক্ষ্যে দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন। অন্যদিকে, বিএনপি থেকে একাধিক নেতা মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত সাবেক মেয়র মঞ্জিল হোসেনের ছোট ভাই ইমাম হোসেনকে মনোনয়ন দেয় দলটি। সিনিয়র ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে তাকে মনোনয়ন দেওয়ায় দলে অসন্তোষ সৃষ্টি হয়। তাই প্রচারে প্রথম সারির নেতারা গুটিয়ে নেন নিজেদের। তারপরও অনেকটা পারবারিকভাবেই প্রচার চালিয়ে যাচ্ছেন বিএনপি প্রার্থী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ দেলোয়ার হোসেন হাতপাখা প্রতীকে প্রচার চালাচ্ছেন সমানতালে।

এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৭৫ জন। তারা নিজ নিজ জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। দিন-রাত ছুটছেন ভোটারদের বাড়িতে।

আগামী ১৪ ফেব্রুয়ারি হবে ফরিদগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ। এ পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৮৪ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩টি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন