কুমিল্লায় ইসলামি বক্তা তাহেরীর গাড়িতে হামলা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪ ৯:২৪ পূর্বাহ্ণ

দাওয়াতে ঈমানি বাংলাদেশের (ডিআইবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামবিষয়ক বক্তা মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গামণ্ডল এলাকায় বৃহস্পতিবার রাতে ওয়াজ চলাকালে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, তবে তাহেরী কিংবা তার পক্ষে এখনও কেউ এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ করেননি।’

এ ঘটনার পরেই গিয়াস উদ্দিন তাহেরী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের লাইভে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি ৯ মিনিটের একটি লাইভে গাড়ি ভাঙচুরের বিষয়টি তুলে ধরেন।

তাহেরী বলেন, ‘এ নিয়ে আমার গাড়ি ২৩ বার ভাঙচুর করা হয়েছে। এর আগে আমি কখনও এ বিষয়ে লাইভে আসিনি, এবার বাধ্য হলাম। আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি সেজন্য দুর্বৃত্তরা আমার গাড়ি ভাঙচুর করেছে। আমার গাড়ির যদি গ্লাসগুলো ভেঙে দিত দুঃখ হতো না, তারা আমার গাড়ির হেডলাইট গুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়েছে।’

তিনি বলেন, ‘আমি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় একটি মাহফিল করছিলাম, মাহফিলের স্থানে পৌঁছে খাওয়া-দাওয়ার পর আমি স্টেজে উঠে যাই, মাহফিল শেষ করে এসে দেখি দুর্বৃত্তরা আমার গাড়ি ভাঙচুর করেছে। অনুমান করছি, আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এই কাণ্ড ঘটিয়েছে তারা।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন