এখনো ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়নি ৩৫ হাজার হজযাত্রীর

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ জুলাই, ২০১৮ ৩:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ার কারণে হজ ফ্লাইট যাত্রায় বিলম্ব হচ্ছে। এপর্যন্ত সৌদি আরবে পৌছেছেন প্রায় ৫৩ হাজার যাত্রী। এদিকে, হজ অফিসে এখন পর্যন্ত ৩৫ হাজার যাত্রীর পাসপোর্ট জমা দেয়নি এজেন্সীগুলো। অন্য দিকে, তিন হাজার বদলি কোটার জন্য এখনও তদবির চালিয়ে যাচ্ছে এজেন্সিগুলো।

গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজ ক্যাম্পে এসে সংঘবদ্ধ হচ্ছেন হজ পালন করতে যাওয়া মুসলি­রা। তবে, বৈরী আবহাওয়ার কারণে আজ বিলম্বে ছেড়েছে ৪টি হজ ফ্লাইট। তবে, হজ ব্যবস্থাপনার সার্বিক দিক নিয়ে সন্তোষ্ট হজযাত্রীরা।

হজ অফিসের তথ্য মতে, এখন পর্যন্ত ৮৭ হাজার হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আর ৪ হাজার প্রক্রিয়াধীন রয়েছে। তবে, এজেন্সীগুলো এখনও ভিসা প্রক্রিয়ার জন্য জমা দেয়নি প্রায় ৩৫ হাজার যাত্রীর পাসপোর্ট। এর মধ্যে ৩ হাজার বদলি কোটা জটিলতায় আটকে আছে।

বদলি কোটার জটিলতাকে দায়ী করছেন হজ এজেন্সীগুলোর সংগঠন-হাব। এ জন্য এখনও তদবির চালিয়ে যাচ্ছে এজেন্সিগুলো।

জটিলতা নিরসনে ধর্ম মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন হজ পরিচালক।

এখন পর্যন্ত ১৫৭ টি হজ ফ্লাইটে সাড়ে ৫৩ হাজার হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন