ইলেকট্রনিক ডিভাইস লাগিয়ে পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থী আটক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আজিম রেজা নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক পরীক্ষার্থী আজিম রেজা (২৯) শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের এনামুল হকের ছেলে।

তিনি কানের মধ্যে ও বগলে বিশেষ ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় কক্ষ পরিদর্শকদের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করতে চাইলে আজিম দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তার দেহ তল্লাশি করে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক কেন্দ্রের সচিব ও ইনস্টিটিউটের অধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান বলেন, ডিজিটাল ডিভাইসসহ আজিম রেজাকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান এ ঘটনাটি নিশ্চিত করে জানান, ইলেকট্রনিক ডিভাইসসহ আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন