মানসম্মত টেকসই ঘর উপহারে বদ্ধপরিকর-বললেন ইউএনও
জামাল উদ্দিন রাফি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ ঘর মানসম্মত ও টেকসই করতে বদ্ধপরিকর লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম। মোহনানিউজের এক সাক্ষাৎকারে ইউএনও বলেন, গৃহহীনরা তাদের বসবাসের ঘরে যেন স্থায়ীভাবে থাকতে পারে সেজন্য মানসম্মত ও টেকসই ঘর উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসকের নির্দেশে এ প্রকল্পের প্রতিটি ঘর পরিদর্শন করে যাচ্ছি। যেন কোনো ধরনের অনিয়ম ও ক্রটি-বিচ্যুতি না হয়।
তিনি আরো বলেন, সদরে ৪৩১টি ঘরের মধ্যে ২২৫টি ঘর সম্পন্ন হয়েছে। ঘরগুলো করতে গিয়ে কোথায় হয়তো কোন ধরণে ক্রুটি থাকতে পারে। তবে হস্তান্তরের আগে সকল ক্রুটি দূর করে একটি দৃষ্টিনন্দন ঘর উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি। উপকারভোগীদের ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। বাড়িগুলো সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৭৮৬টি পরিবারের জন্য পুরোদমে সরকারি খাস জমিতে গৃহ নির্মাণের কাজ চলছে। সদরে ৪৩১টি ঘরের মধ্যে ২২৫টি, রামগতি ৫৭০ ঘরের মধ্যে ২০০টি, কমলনগরে ৫০০ ঘরের মধ্যে ২০০টি, রামগঞ্জে ১২০টি ঘরের মধ্যে ৭০টি এবং রায়পুরে ১৬৫টি ঘরের মধ্যে ৮০টি ঘর হস্তান্তর করা হয়েছে।
অধীর আগ্রহে উপকারভোগীরা সময় পার করছেন কখন তাদের স্বপ্নের গৃহে উঠবেন। ইতোমধ্যে ৭৭৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমির কবুলিয়ত, খতিয়ান, ডিসিআর এর কপি হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার মুজিববর্ষে লক্ষ্মীপুরে গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন হিসেবে প্রদত্ত প্রায় ৩৬ একর খাস জমিতে গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।
সম্প্রতি দিনব্যাপী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম মান্দারী, দিঘুলী ও চরশাহী ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন ও হস্তান্তরকৃত উপকারভোগীদের খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারফ হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
সরেজমিনে গেলে বিবি কুলছুম, আব্দুল মন্নান, নাছিমা আক্তার, শাহ আলম, মোহছেনা, মরিয়ম বেগম, বিবি আয়শা, সেলিনা বেগম-সহ সুবিধাভোগী উপকারভোগীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে মাথা গোজার ঠাঁই হয়েছে। প্রতিটি ঘরের কাজ সুন্দর হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য প্রাণভরে দোয়া করি। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহারের মাধ্যমে আমাদের মতো অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হওয়ায় আমরা আনন্দিত। একসময় আমরা যেখানে-সেখানে থাকতাম, এখন আমরা প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকতেছি।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের প্রতিটি গৃহে সরকারের প্রাক্কলিত মূল্য মোতাবেক অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদরের তদারকিতে নির্মাণ সামগ্রীর গুণগত মান অক্ষুন্ন রেখেই এসব ঘর নির্মাণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি মৌজায় ২টি প্রকল্প এলাকায় ৫৫টি গৃহ নির্মাণের জন্য প্রায় ২ একর অবৈধ খাস জমি উদ্ধার করে বালি ও মাটি ভরাটের মাধ্যমে ২৫টি ঘরের নির্মাণ কাজ শুরু করা হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রকল্প এলাকায় মাটি প্রস্তুতের পর ১৫টি ঘরের জানালা পর্যন্ত ইট গাঁথা শেষ হয়েছে।
সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশিদ বলেন, সদর উপজেলাধীন চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি আশ্রয়ণ প্রকল্পকে নিয়ে স্থানীয় স্বার্থান্বেষী মহল ও ভূমিদস্যুরা বিভিন্ন অপপ্রচার করে প্রকল্পের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার হীন চেষ্টা করছেন ও প্রতিবন্ধকতা করছেন। চরশাহী জালিয়াকান্দি আশ্রয়ণ প্রকল্পে অত্যন্ত সুন্দরভাবে এবং গুণগতমান অক্ষুন্ন রেখেই নির্মাণ কাজ চলছে। প্রায় ১ কিলোমিটার দূরে একই ইউনিয়নে আরেকটি প্রকল্প এলাকায়ও মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। সেখানেও দ্রুত নির্মাণ কাজ শুরু হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর সদর উপজেলায় ৪৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ চলছে। উপকারভোগীদের ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। বাড়িগুলো সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের ১৬টি প্রকল্প এলাকায় নির্মিত হচ্ছে এসব সেমিপাকা ঘর। এসব ঘর নির্মাণে প্রায় ১০ একর খাস জমি অবৈধ দখলদার ও স্থানীয় ভূমিদস্যুদের নিকট থেকে উদ্ধার করে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বেশিরভাগ প্রকল্প এলাকাই গ্রোথ সেন্টারের নিকটবর্তী। এতে করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের আত্মকর্মসংস্থানের সুযোগসহ আধুনিক সব সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ রয়েছে।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরগুলোর নির্মাণশৈলী, গুণগত মান, অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী ব্যয় হয়েছে। জেলায় ইতোমধ্যে ৩৬ একর খাস সম্পত্তি উদ্ধার করে ১ হাজার ৭৮৬টি প্রধানমন্ত্রীর দেয়া ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৭৭৫ ঘর হস্তান্তর করা হয়েছে। তাছাড়া প্রকল্পের টেকসই, স্থায়ীত্ব এবং উপকারভোগীদের সুযোগ-সুবিধা ও জীবনমান উন্নয়নের জন্য কানেক্টিং রাস্তা, গাইড ওয়াল, প্যালাসাইটিং ওয়াল, গভীর নলকূপসহ স্থানীয় ফান্ড ব্যবহার করে দালাল বাজার, চরশাহী ও শাকচর ইউনিয়নের প্রকল্প এলাকায় উপকারভোগীদের ব্যবহারের জন্য ঘাটলা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে শিশুদের জন্য খেলনা, দোলনাসহ আনুষাঙ্গিক কাজ করা হবে। এ কাজে আমিসহ সংসদ সদস্য, জনপ্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নিয়মিতভাবে এ প্রকল্প এলাকাসহ অন্যান্য প্রকল্প এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। জেলায় নির্মিত বা নির্মাণাধীন গৃহগুলোর মধ্যে কোনো ধরনের অনিয়ম, ক্রটি, বিচ্যুতি পরিলক্ষিত হয়নি বলে জানান তিনি।