হোয়াটসঅ্যাপ-এ ডিলিট হওয়া মেসেজ দেখবেন কীভাবে?

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ

বন্ধু, প্রিয়জন অথবা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সেরা মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা মেসেজ করা ছাড়াও গুরুত্বপূর্ণ ফাইল ট্রান্সফার, ভিডিও ও অডিও কল করে থাকেন। তাই এই অ্যাপের তথ্য ব্যাকআপ করে রাখা খুবই জরুরি।

হোয়াটসঅ্যাপ আপনাকে আপনার তথ্যের ক্লাউড ব্যাকআপের অনুমতি দেয়। গুগল ড্রাইভ বা আই-ক্লাউডে সহজেই তা আপনি সংরক্ষিত রাখতে পারবেন। প্রতি রাত ২টায় এই ব্যাকআপের বিষয়টি ডিফল্ট সেটিংয়ে হয়ে যায়। তাতে মেসেজের পাশাপাশি, ছবি, মিডিয়া ফাইল, ডকুমেন্ট, ভিডিও ব্যাকআপ হয়। এর মাধ্যমে মেসেজগুলো ফিরে পাওয়া সম্ভব হয়।

তবে হোয়াটসঅ্যাপে একবার ডিলিট করে দেওয়া মেসেজ ফের পড়তে পারার অফিসিয়াল কোনো উপায় নেই। কিন্তু উপায় আছে, WhatsRemoved+ নামক অ্যাপে ডিলিট করে দেওয়া মেসেজ পড়া যায়।

এদিকে যেই চ্যাটের ব্যাকআপ নেওয়া হয়েছে সেই সব চ্যাট যে কোনও সময় হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে। এর ফলে যে কোনো হ্যাকার ক্লাউড থেকে চ্যাট ব্যাকআপ ডাউনলোড করে আপনার সব মেসেজ পড়ে নিতে পারবে। এই সমস্যা মেটাতে এরই মধ্যে লোকাল স্টোরেজে এনক্রিপটেড ব্যাকআপ তৈরির কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন