লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০১৮ ২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। শনিবার (৬ অক্টোবর) দুপুরে শহরের টাউন হল মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

সংগঠনের লক্ষ্মীপুর পৌর সভাপতি বিশ্বনাথ সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি রতন লাল ভৌমিক। সদর উপজেলা কমিটির সদস্য সচিব শিপন মজুমদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট জহুর লাল ভৌমিক, জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, কেন্দ্রীয় সদস্য শৈবাল কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, জেলা আইনজীবি ঐক্য পরিষদের সভাপতি প্রিয় লাল নাথ, যুবলীগ নেতা মাহবুবুল হক মাহবুব ও জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা।

বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় পরিষদের সদস্যদেরকে সম্মলিতভাবে কাজ করতে হবে। দূর্বৃত্তরা গুজব ছড়িয়েও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতন করার সুযোগ খুঁজছে। এজন্য ৫ দফা দাবি আদায়ের পাশাপাশি সবাইকে সতর্ক হতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন