লক্ষ্মীপুরে মুজিববর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২০ ৬:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে মরহুম হাজী ফরিদ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অতিথিরা এ খেলার উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) ও খেলার আয়োজক জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।

বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, স্বেচ্ছাসেবকলীগ নেতা তানভীর হায়দার চৌধুরী রিংকু ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শেখ জামান রিপন প্রমুখ।

বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখে। প্রত্যেক এলাকায় টুর্নামেন্টের আয়োজন করে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। ফুটবলে ম্যাচে দু’পক্ষের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।

জানা গেছে, টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ২০ টি দল রেজিষ্ট্রেশন করেছে। প্রথমদিনে রামগঞ্জের মাঝিরগাঁও ও পানপাড়া একাদশে অংশগ্রহণে মাঠে বল গড়িয়েছে। এসময় মাঠের চারপাশ ঘিরে রেখে বিপুল সংখ্যক দর্শক ফুটবল ম্যাচ উপভোগ করে। এতে মাঝিরগাঁওকে ২ গোল দিয়ে পানপাড়া একাদশ ম্যাচ জিতে নিয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন