ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে, বরের জেল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ জুন, ২০১৮ ৫:৫৩ অপরাহ্ণ

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ের অপরাধে বরকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ছোটখাটামারী গ্রামের তাজ উদ্দিনের ছেলে জয়মনির হাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ২য় বর্ষের ছাত্র হাফিজুর রহমানের (১৯) সাথে সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দেওয়ানের খামার গ্রামের আবুল কাশেমের মেয়ে কেয়ামনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ মে এরা নোটারি পাবলিকে এফিডেভিটের মাধ্যমে গোপনে বিয়ে করে।

দীর্ঘ দিন অতিবাহিত হলেও মেয়েকে বাড়িতে না ওঠানোয় গত সোমবার কেয়ামনি ছেলের বাড়িতে চলে যায়। এ ব্যাপারে মেয়ের বাবা আবুল কাশেম ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করলে পুলিশ ওইদিন রাতেই তাদের আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে ১৫ দিনের কারাদণ্ড ও মেয়েটিকে অভিভাবকের হেফাজতে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন