বিমান বাহিনীর প্রধান হলেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ জুন, ২০১৮ ৫:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে ৩ বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ আদেশ আগামী ১২ জুন বিকেল থেকে কার্যকর হবে। সোমবার এ আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মোঃ নূর ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়েছে।

বিমান বাহিনীর প্রধান পদে তিনি এয়ার চীফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরারের বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১২ জুন থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে তাকে অবসর দিয়ে সোমবার আলাদা আদেশ জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন