নাক-মুখ খালি থাকায় ১০ জন জরিমানা দিলো কমলনগরে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২০ ৬:৩৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে মাস্ক না পরায় অভিযান চালিয়ে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলা সদর হাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময়  নাক-মুখ খালি রেখে প্রকাশ্যে বের হওয়ার অপরাধে ১০ জনের এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান অমান্য করায় ১০টি মামলায় এক হাজার ২০০ টাকা জরিমানা করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য ২০০ মাস্ক বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাস্ক পরা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন