চাপের মধ্যে আতঙ্কিত হতে চান না হাসান মাহমুদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক থেকে ইনজুরি পিছু নিয়েছে তরুণ পেসার হাসান মাহমুদের। ২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি অভিষেকের পর পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৮ মাস।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে প্রত্যাবর্তন টি-টোয়েন্টি সিরিজে ২ ইনিংসে ৩ উইকেট পেয়েছেন ২২ বছর বয়সি এই তরুণ। তবে ইনজুরিতে এশিয়া কাপ মিশনে যেতে পারেননি।

ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পেয়েছেন জায়গা লক্ষ্মীপুরের এই ছেলেটি। রিহ্যাবে ফিট হয়ে ওঠা হাসান মাহমুদ আগামী ১৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে নেটে বোলিং শুরু করেছেন।

গণমাধ্যমকে তা নিশ্চিত করেছেন হাসান মাহমুদ—‘পায়ের পাতার চোটে বল হাতে নিইনি…১৯ তারিখে বোলিং করব ইনশাআল্লাহ।’

বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে বোলিং করতে চান হাসান মাহমুদ—‘ সর্বশেষ জিম্বাবুয়ে যে সিরিজটা খেলেছিলাম। ওই সিরিজ থেকে খুবই আত্মবিশ্বাসী । যেহেতু এখন বিশ্বকাপ দলে আছি, নিজের সেরাটাই দিতে চাই।’

চাপের মুখে ভেঙ্গে পড়ে বাংলাদেশ বোলাররা। এখন থেকে বেরিয়ে আসতে চান হাসান মাহমুদ—‘যখন চাপের সময় আসে তখন হয়তবা আমরা বেশি পেনিক হয়ে যাই, অথবা আমাদের যে মেইন স্কিলটা ওটা হয়তো ভুলে যাই। এখান থেকে বেরিয়ে আসা আমাদের শিখতে হবে।’

চাপ মুক্ত হতে উলটো প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলতে অনবরত ইয়র্কার ডেলিভারি দিতে চান হাসান মাহমুদ—‘যখন চাপের মুহূর্ত আসে তখন আমরা প্যানিক না হয়ে স্কিলের মধ্যে থাকতে হবে। কন্টিনিউ ইয়ার্কার মারতে পারব।’

ডেথ ওভারে কার্যকরী বোলিংয়ের জন্য আত্মবিশ্বাস থাকা জরুরি বলে মনে করছেন তিনি—‘প্রত্যেকটা ফাস্ট বোলারের একটা ক্যাটাগরি আলাদা ডেথ ওভারে বল করার জন্য। সবার এমন আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা পারব। সে জিনিসটা নিয়ে সামনে আমরা অবশ্যই কাজ করব। কোচ আছেন, আমরা কথা বলব।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন