ভোটের আকুতি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর জেলা পরিষদের রামগঞ্জ থেকে সংরক্ষিত এক মহিলা সদস্য প্রার্থী ভোটার উদ্যেশে যা বলেছেন মোহনানিউজের পোঠকদের জন্য তা তুলে ধরা হয়েছে। তিনি তার ফেসবুক আইডিতে লিখেছেন…

আসসালামু আলাইকুম –
সুপ্রীয় জেলাপরিষদ নির্বাচনে সন্মানিত ভোটার ভাই- বোনদের প্রতি সালাম ও শ্রদ্ধা এবং হিন্দু ভোটার ভাইদের কাছে আমার আদাব।

আমি সামসেদ আক্তার।
রামগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
আমার শ্বামী – হুমায়ুন কবির বকুল
রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্ব রয়েছেন।
বর্তমানে তিনি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
আমি গত জেলা পরিষদ নির্বাচনে আপনাদের সহায়তা জেলা পরিষদের মহিলা সদস্য পদে দায়িত্ব পালন করেছি।
আমি যে বরাদ্দ পেয়েছি তাহা চাহিদা তুলনায় কম ছিল।

আশা করছি আগামী ১৭ই অক্টোবর আপনাদের দোয়াও সমর্থন পেলে কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছুতে পারবো।

আমি রামগঞ্জ, রায়পুর উপজেলার সকল স্তরের জনপ্রতিনিধি, লক্ষ্মীপুর সদর উপজেলার একাংশ সকল স্তরের জনপ্রতিনিধি ভোটারদের কাছে মহিলা সদস্য পদে একটি ভোট প্রার্থনা করছি।

আমি গত নির্বাচনে বই প্রতিক নিয়ে ভোট করেছি। এ নির্বাচনে আমি এককভাবে বই প্রতিক ছেয়েছি।
প্রতিক বরাদ্দ পেলে আমার প্রতিক হবে বই।
আমি একজন নি:সন্তান। আমার জীবনে চাওয়া -পাওয়ার কিছুই নেই। লোভ লালসা কাহার জন্য করবো।
আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জড়িত থাকার কারণে আপনাদের স্নেহ,ভালোবাসা কারণে আপনাদের পাশেই থেকে জনসাধারণের খেদমত করতে চাই।
এ খেদমত হবে আপনাদেরকে নিয়ে।

আমি আপনাদের বোন হিসেবে জেলা পরিষদ নির্বাচনে আপনার আমানত ভোটটি আমাকে প্রদান করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন।

প্রয়োজন- ০১৭২৭৭৯২১৪৭, ০১৭২১০২৮২০১

মতামতের জন্য সম্পাদক দায়ী নন