করোনা রোধে জনসচেতনতায় মাঠে চেয়ারম্যান টিপু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২০ ১১:১২ অপরাহ্ণ

করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের বিভিন্ন হাট-বাজারে জনগণকে সচেতন করতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু হ্যান্ড মাইক নিয়ে সর্তক বার্তা দিয়ে যাচ্ছেন।

বুধবার (২৫ মার্চ) রাতে সদর উপজেলার মিয়ার রাস্তা মাথা,পিয়ারাপুর,আবিরনগর,নূড়ি গাছ তলা,কালবার্ট, চৌরাস্তা ও ভবানীগঞ্জ বাজার এলাকায় এ সচেতনমূলক বার্তা দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার লাভলু, চৌরাস্তা মার্চেন্ট কমিটির সভাপতি মোক্তার হোসেন বিপ্লব, ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আব্দুল রাজ্জাক রাসেল,যুগ্ম-আহ্বায়ক সোহাগুর রহমান শুভ প্রমুখ।

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান টিপু বলেন, জনগণকে সচেতন করতে বিভিন্ন হাট-বাজারে মাইকিং করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে মানুষকে বারবার নিজ গৃহে থাকার কথা বলা হচ্ছে। কিন্তু তারা দোকান-পাটে আড্ডা দিচ্ছে। তাদেরকে বাড়ি চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন