সংক্রমণ ও বিস্তার উচ্চমাত্রায়, এখন অবহেলা নয়: সেতুমন্ত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ জুন, ২০২০ ১১:০২ অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাদের বলেছেন, ‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ করছি, করোনাভাইরাসে সংক্রমণ এবং বিস্তার এখন উচ্চমাত্রায় পৌঁছে গেছে। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র নতুন করে উচ্চমাত্রায় সংক্রমণে উদ্বেগ প্রকাশ করেছে, করেছে সতর্ক।  চীনে নতুন করে উচ্চ সংক্রমণ দেখা দিয়েছে।’

‘এই বাস্তবতায় নিজের বিবেক, নিজের পাহারাদার না হলে এই উদাসীনতা থেকে আমাদের কে মুক্ত করবে? এখনো ভিড়, জটলা। বাজারে, কর্মস্থলে অনেকে মাস্ক পরেন না। সংক্রমণ গোপন করে চলাফেরা করছেন। এ শৈথল্য, এই অবহেলা সর্বগ্রাসী করোনার কাছে নিজেকে এবং আমাদের আশপাশের সবাইকে নিয়ে আত্মসমর্পণের শামিল।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘আমাদের আর অবহেলার সময় নেই। সরকারের নতুন সিদ্ধান্ত দ্রুত কার্যকর ও বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করছি। রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত গড়ে তুলতে হবে কার্যকর সমন্বয় ও সুরক্ষার দুর্ভেদ্ধ প্রাচীর।’

বুধবার (১৭ জন) সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে থেকে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করার কার্যকর ফল সঠিক সমন্বয়ের উপর নির্ভর করবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘অবহেলা না করে সরকারের নতুন সিদ্ধান্ত দ্রুত কার্যকর ও বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করছি।’

এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত-চর্বন করে যাচ্ছে। দেশ, জাতি তথা অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার আর গুজব ছড়ানোকেই পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে। এই মিথ্যাচার ফ্রন্টলাইনের কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস।’

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন