শুভসূচনা বাংলাদেশের, তামিমের ফিফটি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ মে, ২০২১ ১২:১১ অপরাহ্ণ
Bangladesh's Tamim Iqbal plays a shot during the first day of the first Test cricket match between Sri Lanka and Bangladesh at the Pallekele International Cricket Stadium in Kandy on April 21, 2021. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার ওপেনার তামিম ইকবালের ফিফটিতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৬৭ রান। এর আগের ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

তামিম ৫৪ রানে এবং সাইফ ১৩ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে তৃতীয়দিনের প্রথম সেশনের খেলায় ব্যাট করতে নেমে এক উইকেটে ২৪ রান তুলে শ্রীলঙ্কা। ব্যক্তিগত ২১ রানে তাসকিনের বলে রমেস মেন্ডিস আউট হলে ইনিংষ ঘোষণা করে স্বাগতিকরা।

২৯১ রানে প্রথমদিন শেষ করা লঙ্কানরা দ্বিতীয়দিনের খেলায় শুক্রবার ফের ব্যাট করতে নামেন। এদিন অনেকটা ধীর গতিতে ব্যাট করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে এবং ওসাদা ফার্নান্দো। ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ করেন ফার্নান্দো।

অন্যদিকে ১৪০ রান তুলে তাসকিন আহমেদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেন থিরিমান্নে। পরের উইকেটে ব্যাট করতে আসা ম্যাথিউসকে আধিপত্য বিস্তার করতে দেননি তাসকিন। ফেরান মাত্র ৫ রানে। তাসকিনের পর বল হাতে সফল তাইজুল ইসলামও। ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেনি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা। এই লঙ্কান ব্যাটসম্যান আউট হয়েছেন মাত্র ২ রানে।

৩২৮ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট জুটিতে ৫০ রান তুলেন ওসাদা ফার্নান্দো ও পাথুম নিশানকা। ৮৪ বলে ৩০ রান করে তাসকিনের বলে বোল্ড হন নিশানকা। এরপর তাইজেুলের বলে আউট হওয়ার পূর্বে করেন ৮১ রান করে।

সপ্তম উইকেট জুটিতে ক্রিজে খুঁটি গাড়েন দুই লঙ্কান ব্যাটসম্যান নিরোশান দিকভেলা এবং রমেস মেন্ডিস। দুজন মিলে গড়েন অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি। দিকভেলা ফিফটি করার পর অপরাজিত রয়েছেন ৬৪ রানে। মেন্ডিস অপরাজিত ছিলেন ২২ রানে।

এর আগে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দেখে-শুনে খেলতে থাকেন লঙ্কান দুই ওপেনার। মাটি কামড়ে ব্যাট করতে থাকায় উইকেটের দেখা পাচ্ছিল না সফরকারীরা।

করুনারত্নে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। এটি তার ক্যারিয়ারের ১২তম শত রানের ইনিংস। অন্যদিকে সেঞ্চুরি পূর্ণ করেছেন আরেক ওপেনার লাহিরু থিরিমিান্নে। দুজনের ওপেনিং জুটি থেমেছে ২০৯ রানে।

অভিষিক্ত পেসার শরিফুল ইসলামের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন করুনারত্নে। ১৯০ বলে ১১৮ রানে আউট হন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন