লক্ষ্মীপুরে শীতের পোষাক কিনতে ক্রেতাদের ভীড়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২০ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  লক্ষ্মীপুরে গত কয়েক দিন শীতের মাত্রা বেড়েছে। এতে বিপাকে পড়ছে নিন্ম আয়ের মানুষ। আর্থিক সংকটে শীতের পোষাক কিনতে হিমশিম খাচ্ছে তারা।

 

তবে শীত নিবারন করতে ভ্রাম্যমাণ দোকানগুলোতে ভীড় জমাচ্ছে নিম্ম আয়ের মানুষ।

 

লক্ষ্মীপুর শহর ঘুরে দেখা যায়, দক্ষিণ ষ্টেশন, রেজিষ্টি অফিসের সামনে, তমিজ মার্কেট ও উত্তর ষ্টেশনসহ একাধিক স্থানে বিক্রি হচ্ছে শীতের পোষাক। এতে নিন্ম আয়ের মানুষের ভীড় দেখা গেছে। শিশু থেকে বৃদ্ধদের সব ধরণের পোষাক কিনতে লক্ষ্য করা গেছে।

শীতের পোষাক কিনতে আসা আবির নগর এলাকার রিক্সা চালক মুতাহের আহমেদ জানান, গত কয়েকদিন শীত পড়ছে। আমার ছেলে মেয়েদের জন্য শীতের পোষাক কিনতে এসেছি। আর্থিক সংকটে আছি। তাই নিজের জন্য আরো পরে কিনবো।

 

দক্ষিণ ষ্টেশনের ভ্রাম্যমাণ শীতের পোষাক বিক্রেতা মুমিন উল্লাহ বলেন, গত কয়েকদিনের এখন বিক্রি বাড়ছে। আরো কয়েকদিন পর মানুষের আরো ভীড় দেখা যাবে। তবে দাম কম রাখেন বলে জানান তিনি।

 

এদিকে লক্ষ্মীপুরে শীত আসলেই প্রতি বছর কম্বল বিতরণ করে সম্পদশালীরা। শীতের শেষে এসব কম্বল বিতরণ করতে দেখা যায়। তবে শীতের শুরুতে এসব বিক্রি করলে উপকৃত হতো নিন্ম আয়ের মানুষ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন