লক্ষ্মীপুরে মানববন্ধনে আসামি খুকির ফাঁসির দাবি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ জুন, ২০২০ ১১:৫৮ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু হাবিবুর রহমানের শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করার ঘটনায় মামলার আসামি খুকি বেগমের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

 

শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার মাছিমনগর এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের দু’পাশে মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করে এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

এতে উপস্থিত ছিলেন মামলার বাদী শিশু হাবিবের দাদা লাতু মিয়া, দাদি রহিমা বেগম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক জাফর আলম জয় প্রমুখ।

 

জানা গেছে, নাতি হাবিবের শরীরে বিষাক্ত ইনজেকশন দেওয়ার অভিযোগে দাদা লাতু মিয়া বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এতে খুকি বেগম একমাত্র আসামি। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার চর পার্বতীনগর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। খুকি ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী। আসামি খুকি জেলা কারাগারে আছে।

 

বক্তারা বলেন, আসামি খুকি হত্যার উদ্দেশ্যে হাবিবের শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করেছে। তাকে পুলিশ গ্রেপ্তার করার পর থেকে ভূক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুকির বিচারের দাবি জানায় তারা।

 

প্রসঙ্গত, শিশু হাবিব একই গ্রামের মো. নুর নবীর ছেলে। গত ১১ মে বিকেলে কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে অভিযুক্ত খুকি তিনটি বিষাক্ত ইনজেকশন পুশ করে। পরে চিৎকার শুনে মা শামছুননাহার শিশুটিকে খুকির ঘর থেকে উদ্ধার করে। ওইদিনই শিশুর দাদি রহিমা বেগম থানায় একটি অভিযোগ করেন। পরে ২৭ মে রহিমা বেগম বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজের আইসিওতে চিকিৎসাধীন আছে। চিকিৎসকদের বরাত দিয়ে বলা হচ্ছে, দিনদিন শিশুটির অবস্থার অবনতি হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন