লক্ষ্মীপুরে পিইসি পরীক্ষার্থীদের বিদায়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় কক্ষে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: কামরুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান মাফুজ, মহিম উদ্দিন প্রমুখ।


এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাহমিনা আক্তার, রিতা আক্তার, রাশেদা আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যত। তোমাদেরকেই আগামী দিনে দেশের হাল ধরতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে তোমাদের আরও এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। এ বিদ্যালয়ের কাজ প্রায় শেষের দিকে। আজ হয়তো এ ছোট্র কক্ষে তোমাদের বিদায় নিতে হচ্ছে। আগামী দিনে শিক্ষার্থীরা বহুতল ভবন, সুসজ্জিত কক্ষ থেকে বিদায় নিবে।

শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দানে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।


অনুষ্ঠান শেষে পরিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরন তুলে দেয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন