লক্ষ্মীপুরে ট্রাক্টর চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২১ ৭:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে মাটিবোঝাই ট্রাক্টর চাপায় বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরাফাত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছ। নিহত আরাফাত নলডগী গ্রামের বাবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আরাফাত বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এসময় মাটিবোঝাই ট্রাক্টরটি তাকে চাপা দেয়। ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আরাফাত ঘটনাস্থলেই মারা গেছে। ঘটনার পরপরই ট্রাক্টর রেখে চালক রাশেদ পালিয়ে যায়। একই এলাকার বোরহান চৌধুরীর ব্রিকফিল্ডে ওই মাটি যাচ্ছিলো।

বক্তব্য জানতে কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন