লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২০ ৪:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে আমির হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে সদর হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তারসহ ৩টি বাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ।

আমির হোসেন সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত কয়েকদিন ধরে আমির হোসেন জ্বর, শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন। বুধবার সকালে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালেই আমির হোসেন মারা যান। সেখানে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, করোনা পরীক্ষার জন্য বৃদ্ধের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ৩টি বাড়ি লকডাউনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন