লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ জুন, ২০২০ ১০:৫৫ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাজী মফিজ উদ্দিন বেচু নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি দাসেরহাট বাজারের ব্যবসায়ী এবং বাজার কমিটির সদস্য ছিলেন। শনিবার সন্ধ্যায় তার মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরশাহী ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ।

তিনি জানান, গত কয়েকদিন আগে মফিজ উদ্দিন চিকিৎসার জন্য ঢাকাতে যান। সেখানে তার করোনাভাইরাস শনাক্ত হয়। শনিবার তিনি ঢাকার লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় লোকজন জানান, মফিজ উদ্দিনের শ্বাসকষ্টের সমস্যা ছিলো। ঢাকাতে চিকিৎসার জন্য গেলে তিনি তার মেয়ের বাসায় উঠেন। সেখানে তাদের এক আত্মীয় করোনায় আক্রান্ত ছিলো। আক্রান্ত ওই ব্যক্তি থেকেই তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন