লক্ষ্মীপুরের বেঙ্গল স্যু যাচ্ছে বিশ্বের ২৮ দেশে

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০১৭ ১০:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :  : লক্ষ্মীপুরে উৎপাদিত বেঙ্গল স্যু বিশ্বের ২৮টি দেশে রপ্তানি হচ্ছে। এ ইন্ডাস্ট্রিতে প্রায় দেড় হাজার স্থানীয় নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন। এখানে প্রতি মাসে দেড় লাখ জোড়া জুতা তৈরির ক্ষমতা রয়েছে। প্রত্যন্ত গ্রামের সাধারণ শ্রমিকের হাতের অসাধারণ ছোঁয়ায় শতভাগ রফতানিমুখী চামড়াজাত স্যু তৈরী হচ্ছে প্রতিষ্ঠানটিতে। এতে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।


স্থানীয়রা জানিয়েছেন, রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে ১৬ একর জায়গাজুড়ে বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রির অবস্থান। শিল্পপতি টিপু সুলতান পরিবারের ইচ্ছায় নিজ জন্মস্থানে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ২০১১ সালের ফেব্রুয়ারিতে উৎপাদনে আসে প্রতিষ্ঠানটি। উৎপাদিত এক কাভার্ডভ্যান স্যু একই বছরের ১৪ আগষ্ট প্রথম ইউরোপে রপ্তানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

এ কারখানাটি থেকে প্রতিদিন রপ্তানিমুখী ৫ হাজার জুতা হচ্ছে। জুতা তৈরিতে প্রতিদিন ব্যস্ত সময় কাটান প্রায় দেড় হাজার শ্রমিক। এরমধ্যে এক হাজারেরও বেশি নারী শ্রমিক রয়েছে। সূর্যোদয়ের পর হেঁটে অথবা অটোরিকশা বা রিকশায় চড়ে তারা লম্বা লাইনে কারখানার পথে ছুটে চলেন। গ্রামের এমন দৃশ্য দেখলেই মনে হবে যেন এটি শিল্পাঞ্চল। এখানে কাজ করে বদলে যাচ্ছে শ্রমিকদের ভাগ্য।

কারখানার শ্রমিকরা জানিয়েছেন, এ অঞ্চলের পুরুষের পাশাপাশি অনেক অসহায় নারীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মাস শেষে নিয়মিত বেতন, নিজস্ব পরিবহনে যাতায়াত, দুপুরের খাবার ফ্রি, চিকিৎসা ফ্রি ও আবাসন ব্যবস্থা পাচ্ছেন তারা। নিজ বাড়িতে থেকেই কাজ করতে পারছেন অনেক নারী। এতে করে পরিবার থেকে যেমন দূরে থাকতে হচ্ছে না, তেমনি বসবাসের পেছনে বাড়তি কোনো অর্থও ব্যয় হয় না। ফলে মাসের পুরো বেতনটাকে পরিবারের কাজে ভালোভাবে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সংসারের ভালোমন্দ দেখভাল করতেও পারছেন।


কারখানার কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদিত পণ্য নিয়মিত ইতালি, জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, কানাডা ও জাপানসহ ২৮-৩০ টি দেশে রপ্তানি হচ্ছে। এছাড়া বিশ্বের আরও কয়েকটি দেশে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা হয়েছে।

প্রসঙ্গত, বেসরকারিকরণ কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে কারখানাটি দায়দেনাসহ প্রায় চার কোটি টাকায় ব্যক্তিমালিকানায় হস্তান্তর করা হয়। এরআগে ওই স্থানে ১৯৭৮ সালে সরকারি উদ্যোগে নোয়াখালী টেক্সটাইল প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটির উৎপাদন কার্যক্রম শুরু হয়েছিল ১৯৮৪ সালে। নব্বইয়ের দশকে এসে গ্যাস, বিদ্যুৎসহ নানা সমস্যায় পড়ে এটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। একপর্যায়ে কারখানাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন