লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ১০২

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২১ ৪:০০ অপরাহ্ণ

লক্ষীপুরে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হয়েছেন আরও ১০২ জন।

সোমবার (১৯ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সদর উপজেলার দত্তপাড়ায় একজন এবং রায়পুর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার ৫টি উপজেলার ৩১৪ জনের এন্টিজেন পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

জেলা সিভিল সার্জন ডা. অব্দুল গাফফার জানান, সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে ভর্তি করা হচ্ছে। তারপরও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে লক্ষীপুরে। জেলার ৫ উপজেলায় আইসোলেশনে মোট ভর্তি রয়েছেন ১২০৮ জন।

 

ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের অবাধ চলাচলের কারণে এমন উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন