ছিনতাইয়ের ৫০ দিন পর পরিকল্পনামন্ত্রীর মোবাইল উদ্ধার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২১ ৪:১১ অপরাহ্ণ

ছিনতাইয়ের ঘটনার ৫০ দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

 

সোমবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় চক্রটির সন্ধান পেয়েছে পুলিশ। বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে। ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হবে।

 

এর আগে গত ৩১ মে রাজধানীর বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি। তখন গাড়ির গ্লাস খুলে মোবাইল ফোনে কথা বলছিলেন মন্ত্রী।

 

এ সময় হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা করেন। এ ঘটনার ৫০ দিন পর ফোনটি উদ্ধার করা সম্ভব হলো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন