রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীরা লাপাত্তা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০১৯ ৭:৫০ অপরাহ্ণ
dav

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে বাজারের বেশিরভাগ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে লাপাত্তা হয়ে গেছে।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ট্রেড ইসেন্সঅনিবন্ধনকৃত ঔষধভোক্তা অধিকার আইনে এসময় সোনাপুর বাজারের রাজিয়া মেডিকেল হল ৫ হাজারবিউটি মেডিকেল হল ৮ হাজারবি কে শিল্পালয় ৩ হাজার, ইসলামিয়া মেডিকেল হল ৩ হাজারঅগ্রণী মেডিকেল হল ২ হাজার ও মুসলিম সুইট্‌সকে ১০ হাজার জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন মেডিসিন দোকান থেকে বেশ কিছু অনিবন্ধনকৃত ঔষধ জব্দ করে নষ্ট করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার ফজলুল হকউপজেলা কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি রোমান হোসেন পাটওয়ারীসাধারণ সম্পাদক মো. আরমান খান জয়।

রামগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে ছিল।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন