রামগঞ্জে গ্যাস ও রেল লাইনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ জুন, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ, রেল লাইন স্থাপন, শিল্প ও কারখানা প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বিকালে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে সাবেক কর কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের নেতৃত্বে শতাদিক এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিভাগীয় কর কমিশনার সুলতান মাহমুদ জানান, ৭১ এর পরাজিত রাজকার আলবদর ও দেশদ্রোহীরা আজ বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। পদ্মা সেতু নির্মান নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত একটি শ্রেণি। বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ এ দেশের আপামর জনতা দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু তাহের পাটোয়ারী, মোস্তফা ভূইয়া, উপজেলা যুবলীগ নেতা আহম্মেদ রাজু, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম বিএসসি প্রমূখ।

এর আগে বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন জলাশয় ও জনতার মৎস্য খামারে মাছের পোনা অবমুক্ত করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন