মেসি নিষিদ্ধ দুই ম্যাচ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি। এজন্য তিনি যে কয়েক ম্যাচ নিষিদ্ধ হবেন তা অনুমেয় ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। বার্সেলোনা অধিনায়ককে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

সেভিয়ায় গত রোববার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলে হারে বার্সেলোনা। লাল কার্ডের ঘটনাটি ঘটে ম্যাচের অতিরিক্ত সময়ের যোগ করা মিনিটে। মাঝমাঠ থেকে আক্রমণে ওঠার চেষ্টায় ছিলেন মেসি। তখন প্রতিপক্ষের আসিয়ের তাকে বাধা দিতে গেলে মেজাজ হারিয়ে আঘাত করে বসেন তিনি। ভিএআরের সাহায্যে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

মাঠে আগ্রাসী আচারণের জন্য চার থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারতেন মেসি। কিন্তু ম্যাচ রিপোর্টে এটাকে ‘খেলার সময় সহিংসতা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যার শাস্তি দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। এমনটাই জানিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম। শেষ পর্যন্ত ঐ সংবাদ মাধ্যমের খবরই সত্যি হল।

এদিকে মেসির শাস্তির বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে বার্সেলোনা। এখন দেখার বিষয় এ তারকার শাস্তির মেয়াদ আদৌ কমে কি না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন