মায়ের চিকিৎসা করাতে খেলতে চান শাহাদাত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ মার্চ, ২০২১ ৫:০১ অপরাহ্ণ

পাঁচ বছরের নিষেধাজ্ঞার খড়্গ পেসার শাহাদাত হোসেন রাজীবের কাঁধে। তবে ১৬ মাস না যেতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শাস্তি কমানোর আবেদন করেছেন জাতীয় দলে এক সময়ের নিয়মিত মুখ।

জাতীয় ক্রিকেট লিগের সবশেষ আসরে সতীর্থের গায়ে হাত তুলে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন শাহাদাত। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা। এ ছাড়া ৩ লাখ টাকা আর্থিক জরিমানাও দিতে হয় তাকে।

৩৪ বছর বয়সী শাহাদাত বলছেন, তিনি এখন অনুতপ্ত। নিজের ভুল বুঝতে পেরেছেন। তা ছাড়া তার ময়ের ক্যানসার। মায়ের চিকিৎসার খরচ জোগাতেও ক্রিকেটে ফেরা খুব প্রয়োজন বলে জানান শাহাদাত।

সংবাদমাধ্যমকে শাহাদাত বলেন, ‘আমার শাস্তির মেয়াদ কমানোর জন্য বোর্ডের কাছে আবেদন করেছি। এখন বাকি সিদ্ধান্ত তাদের ওপরে নির্ভর করছে।’

‘আমার আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা খুবই দরকার। আমার মা ক্যানসার আক্রান্ত এবং ওনার চিকিৎসার ব্যয় বহন করার জন্য আমাকে ক্রিকেটে ফিরতে হবে।’

আগামী মার্চে শুরু হতে যাওয়া জাতীয় লিগে খেলতে চান শাহাদাত। কয়েক দিন ধরে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনও করছিলেন তিনি। তবে বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা তাকে মাঠ ব্যবহারে নিষেধ করে দিয়েছেন।

যেহেতু শাহাদাত নিষিদ্ধ, তাই নিয়ম অনুযায়ী সেখানে অনুশীলন করতে পারার কথা নয় তার।

শাহাদাত জাতীয় দলের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলে তার উইকেট সংখ্যা ১২৩।

সূত্র : দেশ রূপান্তর

মতামতের জন্য সম্পাদক দায়ী নন