ভারতে আটক সেনাকে দ্রুত ফেরত চায় চীন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ

অন্ধকারে পথ ভুলে ভারতে ঢুকে পড়েছিল চীনা সেনা। এমনটাই দাবি করেছে বেইজিং । তাকে দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তারা।

চীনের সেনাবাহিনী পরিচালিত অনলাইন পোর্টাল পিএলএ ডেইলিতে বলা হয়েছে, অন্ধকার আর ভূবৈচিত্র্যের জটিলতার জেরে চীনা এক সেনা ভারত-চীন সীমান্ত অতিক্রম করে ফেলেন। এ বিষয়ে তড়িঘড়ি ভারতীয় সেনাবাহিনীকে জানানো হয়েছিল বলেও দাবি করেছে চীন। সীমান্তে শান্তি ও স্থিতিবস্থা বজায় রাখতে ভারতকে চীনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সীমান্তে উত্তেজনা দেখা দিতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত শুক্রবার পূর্ব লাদাখে থেকে চীনা ফৌজের ওই সৈনিককে গ্রেফতার করা হয়। এর আগে অক্টোবর মাসেও লাদাখের ডেমচক এলাকায় ওয়াং ইয়া লং নামের এক চীনা সেনাকে গ্রেফতার করা হয়। যদিও তখন জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন