ফোন পানিতে পড়ে গেলে যা করবেন না

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ জুলাই, ২০১৯ ২:০২ অপরাহ্ণ

পানির বালতি বা প্যানে ফোন পড়ে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। বৃষ্টিবাদলের দিনে ফোন ভিজে যাওয়ার ঘটনা অহরহই ঘটছে। কিন্তু এ ধরনের পরিস্থিতিতেও আপনার প্রিয় ফোনটিকে বাঁচিয়ে তুলতে পারেন। তবে এর জন্য অবশ্যই কিছু কাজ করা যাবে নাÑ

ফোনটি তৎক্ষণাৎ শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

ফোনে পাওয়ার নেই দেখে সঙ্গে সঙ্গে চার্জ দিতে যাবেন না।

হেডফোন লাগাবেন না।

সিম কার্ড খোলার চেষ্টা করা যাবে না।

ফোনের পাওয়ার বাটন বেশ কিছুক্ষণ চেপে ধরে সুইচ অব করার চেষ্টা করবেন না। কারণ স্ক্রিন অন চোখে না পরলেও অনেক সময় ফোন অন থাকে। সে ক্ষেত্রে একবার সুইচ অফ করলে ফোন ভবিষ্যতে আর অন না হওয়ার সম্ভাবনা থাকে।

পানি বের করার জন্য ফোনটিকে অকারণে ঝাঁকাবেন না।

পানি বের করে আনার জন্য কোনো ব্লোয়ার দেবেন না, এতে ময়েশ্চার থেকে যেতে পারে ফোনের ভেতর।

এসব কাজ না করে সার্ভিস সেন্টারে নিয়ে যান ফোনটিকে এবং কতটা গভীর জলে এটি পড়েছে এবং কতক্ষণ পানিতে পড়েছিল তার বিস্তারিত জানান ফোন বিশেষজ্ঞকে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন