পেঁয়াজের দাম বেশি নেয়ায় ৭০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০১৯ ৮:০৩ অপরাহ্ণ

আইন অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করা ও পেঁয়াজের দাম বেশি নেয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার রাজধানীর শ্যামবাজারে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

fine2.jpg

তিনি বলেন, আজ শ্যামবাজারে পেঁয়াজের আড়তে তদারকিমূলক অভিযান করা হয়। অভিযানে ভোক্তা আইন অনুযায়ী সঠিকভাবে মূল্য প্রদর্শন না এবং নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে মেসার্স আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স পবিত্র ভান্ডারকে ২০ হাজার টাকা এবং গাজি এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন প্রতিনিধি সার্বিক সহযোগিতা প্রদান করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন