পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রামগঞ্জ সরকারি কলেজের আনন্দ র‌্যালি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ জুন, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ

রামগঞ্জ প্রতিনিধি: বহু প্রতিক্ষার অবসান হলো স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। বাংলাদেশের সরকার রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ প্ল্যান পরিকল্পনা ও নিজেদের মাটিতে নিজেদের টাকায় পদ্মা সেতুর উদ্বোধন করে বিশ্বের দরবারে নজির স্থাপন করেছেন।

শনিবার (২৫ জুন) উদ্বোধন হলো সেই পদ্মা সেতু। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে পদ্ধা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর উমেশ চন্দ্র লোধ এর সভাপতিত্বে, উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার মনজুর মোরশেদ এর পৃষ্ঠপোষকতায় কলেজ ক্যাম্পাসে বড় পর্দায় প্রদর্শন, আলোচনা সভা শেষে র‌্যালি
অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনায় রামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও প্রোগ্রাম পরিচালনা কমিটির আহ্বায়ক এবিএম শহীদুল্লাহ, সদস্য ও সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সদস্য ও সরকারি কলেজের প্রভাষক ফরিদ আহমাদ উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে রামগঞ্জ সরকারি কলেজের অন্যান্য প্রভাষকবৃন্দ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন