নাজমুন আহমেদের ‘একা চাঁদ’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ মার্চ, ২০১৮ ৮:৫৭ অপরাহ্ণ

একা চাঁদ

– নাজমুন আহমেদ

রাত বাড়ে, আর দুঃখ বেড়ে যায়!

লোকালয়ে শব্দেরা ভীড় করে, তবু সময় ঢুকরে উঠে নিঃসঙ্গতায়।

এতো আলো, এতো চোখ পাহারাতে মত্ত রয়,

এতো লোকের ভীড়ে থেকেও একাকীত্বই সঙ্গী হয়!

আঁধার নামে, প্রকৃতি ঘুমিয়ে যায়।

জোনাকীরা সোনালী আলো জ্বেলে, চাঁদটার মুখোমুখি হতে চায়!

এতো জোনাক, একটা চাঁদ মিটিমিটি কথা কয়!

জোনাকীর মিছিলে থেকেও চাঁদ একাই পড়ে রয়!

কতো রাত ঘুমহীন, কতো পূর্ণিমা প্রেমহীন,

কতো সঙ্গীহীন সময়-কাঁটা স্মৃতিতে হয় বিলীন!

সে কথা কখনো কি অন্য কারো জানা হয়!!

মতামতের জন্য সম্পাদক দায়ী নন