টেস্ট খেলতে অনীহা জানিয়েছেন সাকিব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২১ ১১:০৬ অপরাহ্ণ

ঘরোয়া প্রথম শ্রেনীর ক্রিকেট খেলা অন্যদের জন্য বাধ্যতামূলক হলেও সাকিবের জন্য বাধ্যতামূলক নয়। ঘরোয়া প্রথম শ্রেনীর ক্রিকেট না খেলে টেস্ট খেলেছেন সাকিব। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের ফেরিওয়ালা টেস্ট খেলতে চান না।

শ্রীলংকায় টেস্ট খেলা থেকে বিরত থাকবেন বলে বিসিবিকে জানিয়েছেন ৩ দিন আগে। তার এই আবেদন গৃহিত হয়েছে। শ্রীলংকার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব, তার জন্য বিসিবি অনাপত্তিপত্রও দিয়ে দিবে বলে জানিয়েছে।

তবে টেস্ট খেলার প্রতি তার অনীহা নতুন নয়। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর থেকে নাম প্রত্যাহার করেছেন টেস্ট খেলবেন না বলেই। নিয়েছিলেন তখন ৬ মাসের ছুটি। বিসিবি সেই ছুটি মঞ্জুরও করেছে  তখন।

কেন টেস্ট খেলতে চান না, তার কারণ জানিয়েছেন সাকিব গণমাধ্যমকে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর। সাড়ে ৩ বছর আগে সংবাদ সম্মেলনে সাকিবের সেই বক্তব্য তুলে ধরা হলো-

‘সীমিত ওভারের খেলা ১ ঘণ্টার হয় বা ৩ ঘণ্টার হয়। টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয়। প্রস্তুতি আরও ১০-১৫ দিনের। সফরে গেলে প্রস্তুতি ম্যাচ ৩ দিনের থাকে। একটি টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিলে পাওয়া যায় এক মাসের বিরতি। টি-টোয়েন্টি থেকে বিশ্রাম নিলে পাওয়া যায় ৩ দিনের বিরতি, ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নিলে পাওয়া যাবে ৭ দিনের বিরতি। আমার একটু বড় বিরতি দরকার। এই কারণেই টেস্ট সিরিজে বিশ্রাম।’

‘(এসবে) প্রতিক্রিয়াই দেখাই না। কারণ আমি বিষয়টা ভেবে দেখি এভাবে- আমার শরীর কেমন। আমার শরীর কি চায়? তা আমি বুঝতে পারব। আমার ওপর যে কতটা ধকল যাবে সেগুলো আমিই ভাল বুঝবো। এই যে ওয়ানডে-টি-টোয়েন্টি কেন বিশ্রাম নিলাম না, বাইরের টি-টোয়েন্টি থেকে কেন বিশ্রাম চাইলাম না, এই প্রশ্নগুলো আসলে একটু অবাকই লাগে। কারণ আমি যখন বাইরের টি-টোয়েন্টি খেলি, তখন সম্পূর্ণ চাপমুক্ত থাকি। না কোনো চাপ আছে, না কোনো ভাবনা আছে। আমার কছে মনে হয় হলিডে ধরনের খেলা। সাথে একটা অভিজ্ঞতাও হয়।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন