টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো নারায়ণগঞ্জের ১২ শিশু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ণ

টানা ৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ১২ কিশোরকে পুরস্কৃত করেছেন হাজি তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি।

রোববার (২৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার গুলনগর জামে মসজিদে তাদের হাতে সাইকেল, ঘড়ি, ধর্মীয় বইসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কাজী সুমন, কাজী সিফাত, কাজী নজরুল ইসলাম, কাজী রোহান, জুনায়েদ, রায়হান, কাইয়ুম, সাজ্জাদ, আব্দুর রহমান, নূর হোসেন, রহিম ও শিহাব।

মিরপুর দারুস সালাম মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, মুফতি শরিফুজ্জামান, মাওলানা শেখ সাদী, মাওলানা ক্বারি ইব্রাহীম, মাওলানা দাউদুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদুল্লা মাহমুদ, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মো. ইউসুফ ও মো. হাফেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

গুলনগর জামে মসজিদের ইমাম মোসলেম মিয়া জানান, পুরস্কার ঘোষণার পর থেকে অনেক কিশোর মসজিদে নিয়মিত মসজিদে নামাজ আদায় করা শুরু করে। নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ১২ জন বিজয়ী হয়।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন