জরুরি সেবায় রামগঞ্জ হাসপাতালে যোগ হলো নতুন গাড়ি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২০ ৭:০২ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি আনোয়ার হোসেন খানের প্রচেষ্টায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাদ্ধ হওয়া জীপ গাড়িটি হস্তান্তর করা হয়েছে। মরনব্যাধি করোনা ভাইরাসে দেশের সংকটময় পরিস্থিতিতে রামগঞ্জবাসীর জরুরি স্বাস্থ্য সেবা পেতে বৃহস্পতিবার দুপুরে ওই অধিদপ্তর থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দারকে গাড়ীর হস্তান্তর করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা-ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, আনোয়ার হোসেন খান এমপি ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার ।

 

এ প্রসঙ্গে আনোয়ার হোসেন খান বলেন, রামগঞ্জবাসীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তারদের জরুরি যোগাযোগের জন্য সরকারি বরাদ্দ নতুন জীপ গাড়ী তুলে দিলাম। এতে উপজেলাবাসী জরুরি সেবা পাবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন