চেয়ারম্যানদের লোভ-অপকর্মে লক্ষ্মীপুরে আ.লীগের বদনাম

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ

হাসান মাহমুদ শাকিল:
সুরক্ষা দেওয়ার কথা থাকলেও লক্ষ্মীপুরে উল্টো ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা জনগনকে কারণে-অকারণে হয়রানি করছেন। খাই-খাই স্রোতে জেলার অন্তত ১২ জন ইউপি চেয়ারম্যানের বেপরোয়াকান্ডে তৃনমূলে তাঁরা এখন আতংকে পরিণত হয়েছে। তাঁদের অতিরিক্ত লোভ আর অপকর্মের কারণে জনগন সুফল না পাওয়ায় আওয়ামী লীগ সরকারের বদনাম হচ্ছে।

 

এদিকে জেলার ৫৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে যারা অধিক বিতর্কিত তাঁদের বিষয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মাঠে নেমেছে। সম্প্রতি তাঁদের বিশদ খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এমন তৎপরতা চলছে।

 

অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বিতর্কিত কর্মকান্ডের কারণে অনেক ইউপি চেয়ারম্যান জনগনের কাছে সমালোচিত। এসব চেয়ারম্যানরা জনবিচ্ছিন্ন। অধিকাংশ চেয়ারম্যানকে স্বশরীরে দূরের কথা ফোন পাওয়া যাচ্ছে না। অসহায় হতদরিদ্রদের মারধর করার অভিযোগ রয়েছে। প্রতিপক্ষ থেকে সুবিধা পেয়ে সালিসী সিদ্ধান্ত চাপিয়ে দেয় জনপ্রতিনিধিরা। সুবিধা পেয়ে সত্যকে আড়াল করে অসহায়দের বিপক্ষে সালিসী রায়ও দেখা গেছে। বিতর্কিত এ চেয়ারম্যানদের দলে হত্যা মামলার আসামীও রয়েছে। কয়েকজন চেয়ারম্যানের বিরুদ্ধে ডাকাত লালন করা অভিযোগে মামলাও হয়েছে। হতদরিদ্রদের জন্য দেয়া সরকারি চাল চেয়ারম্যানের আত্মীয় স্বজনের বাড়ি থেকে উদ্ধারের ঘটনাও ঘটেছে। বিনামূল্যে সরকারি ঘর দেয়ার কথা বলে টাকা হাতানোর ঘটনা দুদকে তদন্ত চলছে। প্রকাশ্যে মারধরের ঘটনা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত।

 

 

কয়েকটি ইউনিয়ন থেকে সম্প্রতি চেয়ারম্যানদের বিষয়ে লিখিত অভিযোগ এসেছে মোহনানিউজের হাতে। ওই কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, বিতর্কিত চেয়ারম্যানরা হলেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপির সাইফুল হাসান রনি, বশিকপুরের কাশেম জেহাদী. কুশাখালীর নুরুল আমিন, দিঘলীর শেখ মুজিবুর রহমান, দত্তপাড়ার আহসানুল কবির রিপন, চররমনী মোহনের আবু ইউসুফ ছৈয়াল, রামগঞ্জর উপজেলার নোয়াগাঁওর হোসেন মো. রানা, ভোলাকোটের বশির আহমেদ মানিক, রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউপির শহিদ উল্যা বিএসসি, বামনীর তোফাজ্জল হোসেন, রামগতি উপজেলার চরবাদাম ইউপির শাখাওয়াত হোসেন জসিম, চর আলগীর জাকির হোসেন লিটন। ওই ইউপি চেয়ারম্যানরা জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

 

 

গত ১৫ দিনে ভবানীগঞ্জ, চরবাদাম, নোয়াগাঁও, উত্তর চরআবাবিলের বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ২৫ জন বাসিন্দা ও লিখিত অভিযোগে জানা গেছে, অধিকাংশ চেয়ারম্যানই নিয়মিত এলাকায় থাকেন না। ঢাকায়, লক্ষ্মীপুর ও উপজেলার শহরগুলোর উপকণ্ঠে তাঁরা পরিবার নিয়ে থাকছেন। মাঝেমধ্যে তাঁরা ইউনিয়ন পরিষদে যান। সেবা প্রত্যাশীরা চেয়ারম্যান সময়মতো এমনকি জরুরি প্রয়োজনেও মোবাইল ফোনেও সাড়া পান না। ইউপি চেয়ারম্যানরা কাবিটাসহ গ্রামীণ উন্নয়নের নামে বরাদ্দ লোপাট, কাজ না করেই টাকা-খাদ্যশস্য আত্মসাৎ, বয়স্ক-বিধবাসহ বিভিন্ন ভাতার কার্ড বিক্রি, শালিস বাণিজ্য, মাদক সেবন, লাঠিয়াল বাহিনী নিয়ে মহড়া, চাঁদাবাজি, ভয়-ভীতি প্রদর্শন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগসহ অপকর্মের ভূরি-ভূরি খবর সবারই জানা। জনপ্রতিনিধি হওয়ার পর তাঁদের অনেকেই কোটিপতি বনে গেছেন। বিলাশ বহুল গাড়ি-বাড়ির সঙ্গে তাঁরা আয়েশি জীবন যাপন করছেন।

 

 

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মোমিন বলেন, অনিয়মের ঘটনা চেয়ারম্যানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জনপ্রতিনিধিদেরকে জনগনের সেবা করার জন্য দায়িত্ব দিয়েছেন। যারা দলের বদনাম করেছে তাদেরকে আগামী দিনে দলীয় মনোনয়ন দেয়া হবে না।

 

 

লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন