চুল বড় করতে আদার রস

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ জুলাই, ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ণ

মজবুত ও ঝলমলে চুল পেতে চাইলে আদার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি চুল পড়া বন্ধ করার পাশাপাশি দূর করতে পারে খুশকি।

  • ২ টেবিল চামচ আদা কুচির সঙ্গে ৩ টেবিল চামচ তিলের তেল কিংবা অলিভ অয়েল মেশান। খানিকটা লেবুর রস মিশিয়ে নেড়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে খুশকি দূর হবে।
  • ১ টেবিল চামচ আদার রসের সঙ্গে ১ টেবিল চামচ জোজোবা অয়েল মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল দ্রুত বাড়বে।
  • রাতে ঘুমানোর আগে আদা গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি চুল ঝলমলে করবে।
  • একটি ডিমের কুসুমের সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ১ চা চামচ আগা গুঁড়া মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে নরম ও ঝলমলে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

মতামতের জন্য সম্পাদক দায়ী নন