কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই তামিম

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ

ওয়ানডে সিরিজ শেষেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবেন তামিম ইকবাল। টি-টোয়েন্টি সিরিজে অভিজ্ঞ এই ওপেনারের সার্ভিস পাবে না বাংলাদেশ দল।

ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম এ সিদ্ধান্তের কথা জানান।

তামিম বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে দলের জন্য শুভ কামনা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারব না। ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকব না।’

নিউজিল্যান্ডের যাওয়ার আগেই এ সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন বলে জানান তামিম।

বলেন, ‘নিউজিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ ও নির্বাচকদের আমি জানিয়েছে এই কথা। ওয়ানডে খেলে দেশে ফিরে যাব। তবে দল অবশ্যই টি-টোয়েন্টি সিরিজেও ভালো করবে বলে আমি আশাবাদী।’

শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। তামিমও থাকছেন না। এই দুজন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তামিম, দুই নম্বরে সাকিব। যে দুজনকেই পাওয়া যাচ্ছে না এবার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন