কালু মিয়াদের ঘরে অভাবের হানা, দু বেলা খাবার এখন রঙ্গিন স্বপ্ন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২০ ১১:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: করোনা হানা দিয়েছে এখনো বছর হয়নি। তবুও অভাব হানা দিয়েছে লক্ষ্মীপুরসহ সারাদেশের শ্রমজীবিদের ঘরে ঘরে। এমনই একজন বর্গাচাষী কালু মিয়া। যার প্রতিটি কথায় শ্রমজীবিদের ঘরের অভাবের চিত্র ফুটে উঠেছে। সেই কালু মিয়ার অভাবের কথাগুলো নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছে ছাত্রলীগ নেতা ইবনে জিসাদ আল নাহিয়ান। সমাজে কালু মিয়ার মত এমন অভাবী পরিবার অনেক আছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে ঘুম থেকে দরজায় কড়া নাড়ার শব্দ শুনেন সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান। দরজা খুলেই দেখতে পান দাড়িয়ে আছেন কালু মিয়া। তখনও কালু মিয়া ছিলেন অচেনা।

একটু পরেই জিজ্ঞেস করতেই, কালু মিয়া তার অভাবের কথা ছাত্রলীগ নেতাকে বলতে থাকেন। সঙ্গে বিস্তারিত পরিচয়।

এনিয়ে ছাত্রলীগ নেতা জিসাদের আবেগঘন স্ট্যাটাসটি হল- ‘সকালে ঘুম থেকে উঠেই দেখি দরজায় অভাব কড়া নাড়ছে। জিজ্ঞেস করলাম কে আপনি। উত্তর দিলেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল থেকে এসেছেন। নাম কালু মিয়া। বর্গা চাষী। পাঁচ সন্তান নিয়ে চরম বিপাকে আছেন। তার ঘরে খাবার নেই।

জিজ্ঞেস করলাম, স্থানীয়ভাবে কোনো সহায়তা পেয়েছে কি না। বললো পায়নি। প্রত্যন্ত অঞ্চলে থাকে। ত্রাণ সহায়তা সেখানে সহজে পৌঁছায় না। কথা বলে বুঝলাম, এতটাই সরল সে সরকারি ত্রাণ নেওয়ার প্রক্রিয়াটাও বুঝে না। আমায় বললো কোনো কর্মদিন কিংবা সহায়তা।

সাথে করে মুদি দোকানে নিয়ে গেলাম। দোকানিকে বললাম, চাল, ডাল, আলু, পেয়াজ, তেল দিতে। কালু মিয়া বললো সুযোগ থাকলে কিছু পণ্য বাদ দিয়ে হলেও চাল বাড়িয়ে দিতে। বুঝলাম হায়, সমস্যার হয়নি এখনো মাস-সাল, চাল নেই তার কতকাল। ততক্ষণে বন্ধু মিরাজও উপস্থিত। বললো কালু ভাই, আপনি সব পণ্যই নিবেন, প্রয়োজনে চালের পরিমাণ আরো বাড়িয়ে দেবো। আমার সাথে বন্ধু মিরাজ সহায়তায় শরীক হলো। পাশাপাশি চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী মামাকে ফোন করে কালু মিয়াকে সহায়তার কথা বললাম। মামা আন্তরিকতা দেখালেন এবং বললেন তাকে যেন উনার কাছে পাঠিয়ে দেয়।

এরপর কালু মিয়াকে সাধ্য অনুযায়ী সহায়তা দিয়ে পাঠিয়ে দিলাম। কালু মিয়া সহায়তার বোঝা মাথায় তুলে হাসিমাখা রঙিন মুখে হাটা ধরলেন। কালু মিয়া হাটছে.. সাময়িক সুখে রঙিন মুখে..

ভাইরাসের থাবায় কালো হয়ে আসা আমাদের ধরণী, যতোদিন না চিরচেনা রঙিন হবে ততোদিনে বাড়তে থাকবে এক একজন কালু মিয়া। আজকের রঙিন আমি-আপনি কালকের হয়তো কালু মিয়া। কোন এক সকালে দরজায় কড়া নাড়বো,
বলবো এসেছি..
– কে?
– আমি অভাব…

মতামতের জন্য সম্পাদক দায়ী নন