উপ-নির্বাচনের ফরম জমা দিলেন নয়ন শিপন আজাদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (১৮ মার্চ)  আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ তিন জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। অপর দাখিলকৃত দুই প্রার্থী হলেন জাতীয় পার্টির প্রার্থী শেখ ফয়জুল্লাহ শিপন ও বাংলাদেশ কংগ্রেসের আবুল কালাম আজাদ।

নির্বাচন কমিশন জানায়, দুপুর ১২টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, পৌর মেয়র আবু তাহেরসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এর আগে বেলা ১১টায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রায়পুর নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী। এছাড়া একই দিন দুপুরে ওই কার্যালয়ে বাংলাদেশ কংগ্রেসের আবুল কালাম আজাদও মনোনয়ন পত্র জমা দেন বলে জানায় নির্বাচন কমিশন।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী গণমাধ্যমকে বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ। এ আসনটি দীর্ঘ বছর ধরে অবহেলিত রয়েছে।

এখানে উন্নয়ন সম্ভাবনা রয়েছে অনেক। নির্বাচিত হলে প্রধানমন্ত্রী ঘোষিত নৌ-বন্দর স্থাপনসহ জনগণের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

এসময় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বলেন, আমরা মনে করি ভ্রাতৃত্বের সম্প্রীতিতে এখানে ভোট অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল, নির্বাচন করতে পছন্দ করে।

নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিতে পছন্দ করে দলটি।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঘুষ প্রদানের অভিযোগ মামলায় কাজী শহীদ ইসলাম পাপুলকে সাজা দেয় কুয়েতের একটি আদালত। এরপর ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ৩ মার্চ ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোননয়ন জমা দেয়ার শেষ তারিখ ও ১৯ মার্চ যাচাই বাছাই, ১১ এপ্রিল ভোট অনুষ্ঠানের কথা রয়েছে এ আসনে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন